কেশবপুরে মামলা তুলে না নেয়ায় বাদীকে হত্যার হুমকী: আদালতে মামলা প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ | আপডেট: ৭:৩২:অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে আদালতে দায়ের করা মামলা তুলে না নেয়ায় মামলার বাদীকে দু দফা মারপিট ও বসতবাড়ি হামলা চালিয়ে ভংচুর করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ব্ঞি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেশবপুর আদালত যশোর এ মামলা দায়ের করেছেন হামলার শিকার ওবায়দুল্যা গাজী । এ মামলার খবরে বাদীকে আবারও মামলা তুলে নেয়া না হলে হত্যার হুমকী দিচ্ছে মামলার আসামিরা। জানা গেছে, উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের আড়ুয়া গ্রামের মৃত মতিউল্ল্যাহ গাজীর ছেলে ওবায়দুল্যাহ গাজীর সাথে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের পরশউল্লাহ শেখের মেয়ে ঝরণা বেগমের ১৫/১৬ বছর পুর্বে বিয়ে হয়। বিয়ের পর সংসারে তাদের ভিতর মতানৈক্য হওয়ায় বিরোধের এক পর্যায়ে স্ত্রী ঝরণা বেগম সন্ত্রাসীদের সহযোগিতায় বাড়ির মালামাল নিয়ে চলে যায়। এ ঘটনায় স্বামী ওবায়দুল্যাহ গাজী আদালতে মামলা দায়ের করেন যার নম্বর সি আর ৩৬৬/১৮। এ মামলা চলা কালীণ স্ত্রী ঝরণা বেগমকে তালাক প্রদান করেন ওবায়দুল্যাহ। এ দিকে মামলা দায়েরের খবর পেয়ে ঝরণা বেগম তার পক্ষে এলাকার চিহ্ণিত সন্ত্রাসীদের ভাড়া করে এনে রাতে ওবায়দুর্যাহকে মারপিট ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটায় বলে অভিযোগ। এছাড়া গত ৩১ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে প্রকাশ্য দিবালোকে স্ত্রী ঝরণা বেগম তার আত্মীয় উপজেলার আড়ুয়া গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে রাজীব গাজী, এলাকার ত্রাস খ্যাত রানা প্রতাপ সহ অজ্ঞাতনামা একদল যুবক ০১৭১১৭৮৫৪৯১ নং মোবাইল ফোনে ওবায়দুর্যাহ কল করে এনে কাটাখালি বাজারের আড়ৎ এলাকায় ডেকে নিয়ে মামলা প্রত্যাহার করার জন্য হুমকী দিতে থাকে এ সময় মামলা প্রত্যাহার করতে না চাওয়ায় তাকে বেধড়ক মারপিট করে বাজারের ভিতর ফেলে রেখে যায়। এর পুর্বে একটি ১০৭ ধারার মামলায় আসামিরা বিজ্ঞ আদালতে বাদীকে কোন খুন জখমের কোন হুমকী প্রদান করবে না মর্মে মুসলেকা দিয়ে আসে। এ ঘটনায় ২ জানুয়ারী আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়েরের পর মামলার আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা মামলার বাদীসহ তার ভাইদেরকেও মোবাইল ফোনে হত্যার হুমকী দিয়ে চলেছে বলে অভিযোগ। ওবায়দুল্যাহ গাজী জানান, রাজীব গাজী ও রানা প্রতাপ এলাকার ত্রাস খ্যাত তাদের একের পর এক হুমকীর মুখে তিনি ও তার পরিবার পরিজন নিরাপত্তাহীণতায় ভুগছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ২০২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: পিতা-পুত্র সহ নিহত ৩ আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু