আশাশুনিতে মোবাইল কোর্টে ৮টি বেহন্দী জালে আগুন প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: আশাশুনির নদীতে মোবাইল কোর্ট পরিচালনাকালে ৮টি বেহুন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার খোলপেটুয়া নদীতে কোর্ট পরিচালনা করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে সমন্বিত বিশেষ অভিযান (কম্বিং অপারেশন) ২০২০ উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে মোবাইল কোর্ট পিরচালনা করা হয়। আশাশুনি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তারের নেতৃত্বে দুপুর ১২.৩০ টার দিকে আশাশুনির খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদীতে অবৈধ ভাবে মাছ ধরার জন্য নদীতে পেতে রাখা ৮টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জালগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওযা হয়। ৮টি জালের আনুমানিক মূল্য ৪ লক্ষাধিক টাকা। মোবাইল কোর্ট পরিচালনকালে সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুজ্জামান আছাদ, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স আগুনে পুড়িয়ে বিনষ্ট সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক