কেশবপুরে জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালিত প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ | আপডেট: ৯:৩৮:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নপ্রদষ্টা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে কেশবপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির আহবায়ক শেখ শহীদ, থানা বিএনপির প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, বিএনপি নেতা আব্দুল করিম, গোলাম মোস্তফা বাবু, শেখ রুবেল, মাজেদুর রহমান মাজেদ, এস এম আরিমুজ্জামান রানা, যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, ইব্রাহীম হোসেন, ছাত্রদল নেতা মেহেদী হাসান শিপন, মেহেদী হাসান হিমেল, মেহেদী হাসান বিশ্বাস, জুয়েল হাসান প্রমুখ। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান সংবাদটি পড়া হয়েছে ১৪৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ