কলারোয়ায় পাঁচ কেজি গাজাসহ মাদক যুবক গ্রেপ্তার প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাঁচ কেজি গাজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম ওরফে খোরা কামরুল (৩১) উপজেলার কেঁড়াগাছি গ্রামের মুনতাজ বিশ্বাসের ছেলে। সোমবার ভোররাতে সে গ্রেপ্তার হয়। পুলিশ জানায়, কলারোয়া থানার এএসআই সাগর আলীর নেতৃত্বে পুলিশের অভিযানে ঘটনার সময় রাতে গাজাসহ কামরুল ওরফে খোরা কামরুলকে কেঁড়াগাছি গ্রামের জনৈক আবদুস সামাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান,এ ঘটনায় মামলা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২০৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য নিহত কলারোয়া সীমান্ত থেকে ১৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার