পাইকগাছায় দু’দিনে ভ্রাম্যমান আদালতের ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ | আপডেট: ১০:১৮:অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় গত দু’দিনে ভ্রাম্যমান আদালতে পারশে পোনা ভর্তি ১২টি ট্রলার থানা পুলিশ জব্দ করে। শনিবার বিকেলে শিববাটি ব্রীজের নিচে ১০টি ট্রলারে জব্দকৃত পারশের পোনার মালিককে ৫ হাজার ও শুক্রবার দু’জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা, মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান (তুহিন) সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক