কপিলমুনিতে ‘গুণীজন বার্তা’ প্রকাশ প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ | আপডেট: ৯:২৫:অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): আধুনিক কপিলমুনি স্থপতি স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৮০তম মৃত্যু দিবসে স্মৃতিচারণ মূলক পত্রিকা গুণীজন বার্তা প্রকাশ করেছে স্থানীয় গুণীজন স্মৃতি সংসদ কর্র্তৃপক্ষ। সংগঠনটির সভাপতি আঃ সবুর আল আমীন এ প্রতিবেদককে জানান, গুণীজনদের নিয়ে লেখা সম্বলিত এ পত্রিকাটি শনিবার প্রকাশ করা হয়। এ লাকার একাধিক গুণীজন স্মরণে পূর্বেও পত্রিকাটি প্রকাশ করা হয়, যা গুণীজনদের স্মৃতি রক্ষার্থে পাঠকদের মাঝে সম্পূর্ণ ফ্রি বিতরণ করা হয়। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম গুণীজন বার্তা সংবাদটি পড়া হয়েছে ২৪১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ