পাইকগাছায় আইনজীবী কিশোর দাশের মৃত্যুতে ডেথ রেফারেন্স অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য এ্যাডঃ কিশোর কুমার দাশ (৬০) পরলোকগমন করেছেন। তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জন্মস্থান ডুমুরিয়া উপজেলা কালিকাপুর গ্রাম, হাল/সাং কপিলমুনি। তিনি প্রথমে খুলনা জেলা আইনজীবী সমিতি এবং ২০০৩ সালের ২০ ডিসেম্বর পাইকগাছা আইনজীবী সমিতিতে যোগদান করেন। এদিকে তার মৃত্যুতে বুধবার সকালে পাইকগাছা আদালতে ডেথ রেফারেন্স অনুষ্ঠিত হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের সভাপতিত্বে ও আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ শিবু প্রসাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, সিনিয়র আইনজীবী জিএ সবুর, টিএম মহিউদ্দীন, শেখ লোকমান হোসেন, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, পীযুষ কান্তি সরকার, আবুল কালাম আজাদ, অজিত কুমার মন্ডল, পঙ্কজ কুমার ধর, চিত্তরঞ্জন সরকার, সুকল্যাণ সানা, অরুন কুমার মন্ডল, শফিকুল ইসলাম কচি, আব্দুল মজিদ গাজী, এফএমএ রাজ্জাক, কামরুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, দিপঙ্কর কুমার সাহা, সাইদুর রহমান মিঠু, রেখা রানী বিশ্বাস, শেখ আবুল কালাম আজাদ সহ সকল আইনজীবীবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি পড়া হয়েছে ২৯১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!