পাটকেলঘাটা দক্ষিন বিলে পানি নিষ্কাষনে নেট পাটা অপসারন প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১২:৫৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটা দক্ষিন বিলের পানি নিষ্কাষনের পথে পথে নেটপাটা দিয়ে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় অনেক বোরো বীজতলা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে চান্দার খালের মুখ হতে জনেকের বাড়ি পর্যন্ত ২২টি পয়েন্টে নেটপাটা অপসারন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন খালের শেষ জনেকের বাড়ির নিকট শেওলা ও পলি জমে পানি চলাচলে বাধা হয়ে দাড়িয়েছে। পলি অপসারন করলে পানি চলাচলের পথ সুগম হবে। এছাড়া সরুলিয়া হতে তেয়াশিয়া খালের বিভিন্ন পয়েন্টে শেওলা ও পলি জমে আছে বর্ষা মৌসুমের আগেই এ সকল খালে পানি চলাচলের পথ সুগম না করলে একটু বৃষ্টিতেই এলাকা প্লাবিত হবে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৫০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন জাতীয় শিশু পুরষ্কার পেলো পাটকেলঘাটার ক্ষুদে বিজ্ঞানী জাবের অংগন পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত