চুকনগরে সাবেক চেয়ারম্যান পুত্র ছাত্রলীগ নেতার অকাল মূত্যু প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১২:১০:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে আটলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা মরহুম আলহাজ্ব্ সম আব্দুল কাইয়ুমের জ্যৈষ্ট পুত্র সদর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহম্মেদ রাব্বী (২৬) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আইসিইউতি নিবিড় পর্যবেক্ষনে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মূত্যুকালে তিনি মাতা, স্ত্রী, এক কন্যা, এক ভাই, এক বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিকে তার অকাল মূত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বেলা ১০টার দিকে মরহুমের লাশ চুকনগর শহরে বাসভবনে নিয়ে আসলে হাজার লোক তাকে এক নজর দেখার জন্য সমবেত হয়। এসময় চতুর দিকে কান্নার শব্দে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জোহরের নামাজবাদ চুকনগর মার্কাজ জামে মসজিদের সামনে তার প্রথম জানাযা এবং আসরবাদ চুকনগর সরদার বাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার শেষ জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমহিত করা হয়। আওয়ায়ীলীগ ও বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ গ্রহন করে। জানা যায় গত ১০জানুয়ারী হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত খুলনার সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি পড়া হয়েছে ১৬৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি