কেশবপুরে আদালত থেকে মামলা তুলে না নেয়ায় যুবককে দু’দফা মারপিট প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে আদালত থেকে মামলা তুলে না নেয়ায় প্রতিপক্ষরা এক যুবককে দু’দফা মারপিট করেছে। একই দাবিতে গত রোববার রাতে তার বাড়িতে ঢুকে দরজা, জানালা ভাঙচুর করা হয়। এ সময় গ্রামবাসির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারটি বর্তমান আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিয়োগ সূত্রে জানা গেছে, ১৫/১৬ বছর আগে উপজেলার আড়ুয়া গ্রামের মৃত মতিউল্লাহ গাজী ছেলে ওবাইদুল্লাহ গাজীর সাথে ডুমুরিয়ার শোভনা গ্রামের পরশউল্লাহ শেখের মেয়ে ঝরনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে কলোহের কারণে ওবাইদুল্লাহ গাজী তার স্ত্রী ঝরনা বেগমকে তালাক প্রদান করে। এরই জের ধরে তার ঝরনা বেগম সন্ত্রাসী ভাড়া করে এনে কাটাখালি বাজার এলাকায় ওবাইদুল্লাহ গাজীকে মারপিট করে আদালত থেকে মামলা তুলে নেয়ার জন্যে হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ২ জানুয়ারী ওবাইদুল্লাহ গাজী বাদি হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজিব গাজী, ঝরনা বেগম ও রানা প্রতাপকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং- সিআর- ৩৬৬/১৮। এদিকে, এ মামলার খবর জানতে পেরে গত রোববার রাতে উক্ত আসামীসহ অজ্ঞাত ৪/৫ জন যুবক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ওবাইদুল্লাহ গাজীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার ঘরের দরজা, জানালা ভাঙচুর করে ক্ষতি সাধন করা হয় বলে ওবাইদুল্লাহ গাজীর অভিযোগ। যাবার সময় তার আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার না করিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। এ ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে আদালত থেকে মামলা তুলে নেয়ার হুমকির কথা অস্বীকার করে ঝরনা বেগম বলেন, তার স্বামী ওবাইদুল্লাহ গাজী তাকে ঠিকমত খেতে পরতে দিত না। এরপরও তার সংসার করছিলাম। হঠাৎ সে আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্থানীয় চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ বলেন, ওই দাম্পতির বিরোধ নিরসনে কাউন্সিলে সালিস করেও মিমাংসা করা সম্ভব হয়নি। এ ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে। গত রোববার রাতের ঘটনা তাকে জানানো হয়েছে। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: পিতা-পুত্র সহ নিহত ৩ আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু