কপিলমুনিতে জমজমাট হচ্ছে পান বাজার প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০ | আপডেট: ৭:২১:অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): কপিলমুনিতে পানের বাজার জমজমাট হচ্ছে। সপ্তাহে ২ দিনের জায়গায় এখন ৪ দিন বসছে এই পানের হাট। ফলে চাষী ও ব্যবসায়ীরা এ পেশায় দেখছেন আশার আলো। জানাযায়, খুলনার দক্ষিণে একটি পুরাতন হাট বলে পরিচিত কপিলমুনির পান হাট। বলাচলে অনেক আগে থেকে হাটটি বসে আসছে। সেই শুরু থেকে সপ্তাহে শনি ও বুধবার মধ্যরাতে বসছিল এ হাট। ব্যবসায়ী ও পান চাষীদের সুবিধার জন্য গত ১ সপ্তাহ ধরে শুরু হয়েছে শনি, বুধ, শুক্র ও মঙ্গলবার পান হাট। কপিলমুনি বাজারের মধ্যভাগে বসছে এ হাট। ফলে সরেজমিনে গিয়ে পান হাটে অনেকটা উৎসবমূখর পরিবেশ দেখা যায়। চাষীরা ২ দিনের জায়গায় ৪ দিন পান বেঁচতে পারায় তাদের ক্ষেতে পান পেকে নষ্ট হচ্ছে না। ফলে তারা এ পেশায় লাভবান হওয়ায় আশা প্রকাশ করছেন। কপিলমুনির পান চাষী আব্দুল্লাহ বলেন, ‘আগে সাত দিনের মধ্যে মাত্র দু’ দিন হাট বসায় বরজে পান পেকে নষ্ট হয়ে যেত, কিন্তু এখন ৪ দিন হাট বসাতে আমার পান আর নষ্ট হচ্ছে না, ফলে আমি লাভবান হচ্ছি।’ ৪ দিন হাট বসাকে স্বাগত জানিয়ে ক্ষুদ্র পান ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, ‘এখন চার দিন হাট, আগের চেয়ে ব্যবসা ভাল হবে।’ সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ