নিখোঁজ হওয়ার তিনদিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ | আপডেট: ১:২৬:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ হওয়ার তিনদিন পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিলের মধ্যে থেকে মরিয়ম খাতুন (২১) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ভুরুলিয়া ইউনিয়নের বিলের মধ্যে থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত মরিয়ম খাতুন ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। নিহত মরিয়ম খাতুন পিতা আব্দুল কাদের জানান, মরিয়ম খাতুন তিন দিন আগে কাউকে কিছু না বলে ইশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যায়। সেখান থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারন ডায়রি করা হয়। শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে তিনি জানান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ বিলের মধ্যে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তিনদিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। মরদেহ উদ্ধারের সময় তার গলায় ফাঁস লাগানো ছিল। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান। সুন্দরবনটাইমস.কম/ডেক্স কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার সংবাদটি পড়া হয়েছে ১০৪০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শ্যামনগরে ৫ম শ্রেনীর স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু, মা সুমিতা দত্তসহ আটক ২ কাঁকড়া ধরার অভিযোগে ১৫ নৌকাসহ ১০ জেলেকে আটক করেছে বনবিভাগ