কেশবপুর-ফতেপুর সড়কটি খানা-খন্দে চলাচলে অনুপযোগী: জনদূর্ভোগ চরমে প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ | আপডেট: ২:১৬:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ মশিয়ার রহমান: দক্ষিণ অঞ্চলের ব্যাস্ততম সড়ক হিসাবে পরিচিত যশোরের কেশবপুর-ফতেপুর সড়কটি সংস্কারের অভাবে সড়কটির কর্পেটিং উঠে গিয়ে খানাখন্দ হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের কেশবপুর থেকে হাসানপুর বাজার পর্যন্ত চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ায় ব্যাস্ততম এ সড়কটিতে যান চলাচল আরো বেড়ে যায়। এতে সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় শত-শত খানা-খন্দে পরিনত হয়ে লাখো মানুষের জন্য মরন ফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে পথচারিরা ঝুকি নিয়ে চলাচল করছে। এলাকাবাসি রাস্তাাটি দ্রত সংস্কারে উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। কেশবপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের অধিকাংশ মানুষ তাদের জররী কাজ মেটাতে কেশবপুর-ফতেপুর সড়কটি যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে। এ সড়কটি প্রাচীন কাল থেকেই সাতক্ষীরা জেলার সীমাস্তবর্তী তালা, পাটকেলঘাটা, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ছাড়াও কেশবপুর উপজেলার বাজিতপুর, সরফাবাদ, মির্জাপুর, মজিদপুর, লক্ষীনাথকাঠি, আটন্ডা, শ্রীফলা, পরচাক্রা, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, বাউশলা, হিজলডাঙ্গা, হাড়িয়াঘোপ, ফতেপুর, ভান্ডারখোলা, মোমিনপুর, সাগরদাঁড়ী, ঝিকরা, চিংড়া, বিষ্ণুপুর, ফতেপুর, গোবিন্দপুর, মেহেরপুর, কাস্তা, বারইহাটী, বুড়িহাটি, হিজলতলা, পাত্রপাড়া, শিকারপুর, মহাদেবপুর, প্রতাপপুর, হাসানপুর, বগা গ্রামসহ প্রায় শতাধিক গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরণের ছোট-বড় যানবাহনে করে নিত্যদিনের প্রয়োজন মেটাতে এ রাস্তা দিয়ে কেশবপুরে যাতায়াত করে থাকে। জরাজীর্ণ অবহেলিত এ সড়কটি মানুষের পথ চলাচলের একমাত্র মাধ্যম হলেও সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে শত-শত ছোট-বড় গর্তের। কেশবপুর থেকে তেঘরির ব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা ভেঙ্গে চুরে ছোট-ছোট নালায় পরিণত হয়েছে। সরকারীভাবে বরাদ্দ অর্থের সিংহভাগই লুটপাট ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি যেনতেন ভাবে সংস্কার করায় স্বল্প সময়ের মধ্যে রাস্তাটি ছোটছোট গর্তের সৃষ্টি হওয়ায় বর্তমানে জনগুরত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনদূর্ভোগের কারনে সাম্প্রতি দক্ষিণ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে এই সড়কটি অভিশাপ হিসাবে পরিচিতি লাভ পেয়েছে। এ পথে চলাচল কারী ভূক্তভোগীরা সড়কটি দ্রত সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে তুলতে উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যবপারে মজিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ বলেন, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের কেশবপুর থেকে হাসানপুর বাজার পর্যন্ত চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ায় ওই সড়কের ছোট-বড় যানবাহন কেশবপুর-ফতেপুর সড়ক দিয়ে চলাচল করছে। এ কারনে রাস্তাটির কর্পেটিং দ্রত উঠে গিয়ে খানা-খন্দ হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/কেশবপুর(যশোর) সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: পিতা-পুত্র সহ নিহত ৩ আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু