কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ | আপডেট: ৭:০৩:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

যশোরের কেশবপুরে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আনার আলী(৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। থানা পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, বুধবার দুপুরে পাটকেলঘাটা থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাক ঢাকা মেট্রো-ট-২২-৪৭০৩ কেশবপুর-সাগরদাড়ি সড়কের প্রতাপপুর বাজারে পৌছে পিছন থেকে একটি ছাগলবাহী ইজ্ঞিন ভ্যানে ধাক্কা দেয় ।

 

এ সময় ভ্যানে বসে থাকা সাতক্ষীরা সদরের রাজনগর গ্রামের আমজেদ হোসেন দালালের ছেরে ছাগল ব্যবসায়ী আনার আলী ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় । খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার সহ ঘাতক ট্রাকসহ চালক নাটর জেলা সদরের লালপুর গ্রামের হযরত আলী মোল্যার ছেলে মিনারুল ইসলামকে আটক আটক করেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার সহ ঘাতক ট্রাকসহ চালক মিনারুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

 

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক