সাতক্ষীরায় শীতের সাথে কুয়াশার ফোটা (ভিডিও সহ) প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ | আপডেট: ৬:২৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় টিপটিপ বৃষ্টির ফোটার মতো পড়ছে ঘন কুয়াশা সাথে কনকনে শীত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা যতই বাড়ছে শীতের মতো কুয়াশা ততই বাড়ছে। হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এদিকে শীত ও ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় বিশেষ করে শিশু-বৃদ্ধ ও হতদরিদ্র নিম্ন আয়ের দিনে এনে দিনে খাওয়া মানুষজনের আয়-রোজগারের ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রভাব। সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, সোববার(৬ জানুয়ারী) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, তাপমাত্র আরও কমতে পারে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আরও বলেন, ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৪৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার শ্যামনগরে মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার