পাইকগাছায় মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকি দেয়ায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ | আপডেট: ৯:০১:অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিপক্ষের মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকি দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ হয়েছে। রোববার চাঁদখালীর জিয়াউর রহমান কোমল এ অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, ২০ জানুয়ারী উপজেলার চাঁদখালী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। ১৩ ডিসেম্বর তপশীল ঘোষণার পর নির্বাচন বানচাল করার জন্য একটি পক্ষ অপতৎপরতা চালাচ্ছে বলে জানা যায়। তপশীল অনুযায়ী, ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২ জানুয়ারি বাছাই, ৬ জানুয়ারি প্রত্যাহারের সময়-সীমা ঘোষণা করা হয়। নির্বাচনে ১৬জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে। এর মধ্যে ১৩টি মনোনয়নপত্র জমা হলে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন বৈধতা ঘোষণা করেন। শনিবার বর্তমান সভাপতি মুনসুর আলী গাজী ও তার সহযোগী নজরুল ইসলাম সহ কয়েকজন প্রতিপক্ষ প্রার্থী হাবিবর গাজী, আজিজ সরদারের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে নানাভাবে হুমকি-ধামকি দেয়। যার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন আ’লীগনেতা জিয়াউর রহমান। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি মুনছুর আলী গাজী জানান, আমি পরপর দুই মেয়াদে সভাপতি থাকায় অনেকে বিষয়টি ভিন্নভাবে নিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল বলেন, বিষয়টি শুনেছি। সকলকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন করার আহবান জানিয়েছি। প্রিজাইডিং কর্মকর্তা জয়নাল আবদীন জানান, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!