পাইকগাছায় ইভটিজিংকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত: ১

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছার কপিলমুনিতে ইভটিজিংকে কেন্দ্র করে হামলার ঘটনায় পল্লব মন্ডল (২১) নামের এক যুবক মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। ঘটনায় একজনকে তাৎক্ষণিক আটক করেছে ফাঁড়ি পুলিশ। এরির্পোট লেখা পর্যন্ত আহত পল্লব কপিলমুনি হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। পাশাপাশি পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ঘটনার বিবরণে জানাযায়, ঘটনারদিন শনিবার সকালে উপজেলার কাঠামারী এলাকার প্রশান্ত মন্ডলের ছেলে পল্লব মন্ডল খুলনা যাবার উদ্দ্যোশে ইজিবাইক যোগে পথিমধ্যে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা কাজীমুছা এলাকার বিলায়েত কাগজীর ছেলে কামরান কাগজী তাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলাপাতাড়ি ভাবে পেটাতে থাকে। একপর্যায়ে স্ট্যাম্পের আঘাতে পল্লব মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক পথচারীরা তাকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করেন। আর ঘটনায় জড়িত কামরান কাগজীকে উৎসুক জনতা আটক করে কপিলমুনি ফাঁড়ি পুলিশের কাছে হস্থান্তর করেন। এব্যাপারে কাটামারী এলাকার মিথুন ও প্রদীপ বলেন, ১লা জানুয়ারী বিজিজি কাঠামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক কর্নসাট চলাকালীন কামরান সেখানে আগন্তুক মহিলাদের ইভটিজিং করছিল।

এসময় তাদেরকে নিষেধ করলেও তারা শুনেনি। বরং সে দলবল নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। তাৎক্ষণিক এলাকাবাসী তাদেরকে প্রতিহত করেন। আর এরই সূত্র ধরে পল্লবের উপর হামলা চালিয়েছে কামরান এর ক্যাডার বাহিনী। ঘটনার বিষয় কপিলমুনি ফাঁড়ি পুলিশের এএসআই প্রভাষ কুমার মিত্র বলেন, মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সর্বশেষ ঘটনায় এরির্পোট লেখা পর্যন্ত আহত পল্লব হাসপাতালে চিকিৎসাধীন ও থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক