চুকনগর শহরে গভীর নলকূপের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ | আপডেট: ৬:৩৮:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশিদের বিশেষ বরাদ্দকৃত চুকনগর শহরের ব্যবসায়ী সর্ব সাধারণের খাবার পানি সমস্যা দূরীকরণের লক্ষ্যে পাঁচ রাস্তার বাদামতলা মোড়ে একটি গভীর নলকূপ পুতা কার্যক্রমের উদ্বোধণ করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বুধবার বেলা ১টার দিকে খুলনা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত গভীর নলকূপ পোতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম, সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, অরুন নন্দী, সুলতান সরদার, আব্দুল মালেক গাজী, মোঃ আলমগীর হোসেন প্রমুখ। অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম জানায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ ভাই তার বাড়িতে পোতার জন্য এটি দিয়েছিল। কিন্তু তিনি শহরের ব্যবসায়ী, জনসাধারণ ও বিশেষ করে গরমের সময় শ্রমিকদের খাবার পানির কষ্ট নিবারণের বিষয় বিবেচনা করে নলকূপটি তিনি বাড়ির জন্য না নিয়ে শহরের বাদামতলা মোড়ে বসানোর ব্যবস্থা গ্রহন করেন।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক