মণিরামপুরে একটি বাড়ীতে দূর্ধর্ষ চুরি সংঘটিত প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ উত্তম চক্রবর্তী: যশোরের মণিরামপুরের রাজগঞ্জ এলাকার একটি বাড়ীতে চুরি হয়েছে। সোমবার(৩০ডিসেম্বর) দিবাগত রাতে রাজগঞ্জের মোবারকপুর বাবুপাড়ার কল্যাণ সিংহর বাড়ীতে এ চুরি সংঘটিত হয়। বাড়ীর মালিক কল্যাণ সিংহ জানান, বাড়ীতে কোনো লোকজন না থাকায় সঙ্গবদ্ধ চোরেরা এ চুরির ঘটনা ঘটিয়েছে। বাড়ীর সব আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে ঘরের ভিতর থেকে একটি মোবাইল সেট, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি হাতের বালা, একটি ব্যাসলেট, একটি আংটি ও নগদ ২৮ হাজার টাকাসহ আনুমানিক দেড় লক্ষ্য টাকার জিনিসপত্র চুরি হয়েছে। তিনি আরো জানান, চোরেরা ঘরের দরজার ৫টা তালা কেটে এ চুরির ঘটনা ঘটিয়েছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিছিলাম। চুরির ঘটনা সত্য। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর) বাড়ীতে দূধর্ষ চুরি সংঘটিত সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য