চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগ নেতার নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ | আপডেট: ১০:৫৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ উত্তম চক্রবর্তী: সুখের স্মৃতি রেখ মনে, দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে , মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে। ভাল অথবা খারাপ সময়, সুখের অথবা দুঃখের সময়, ঘুমের অথবা জাগার সময়, অর্ধেক অথবা পুরো সময়, ভাল থাক সব সময়। এই কামনায় জানাই তোমায় হ্যাপি নিউ ইয়ার মণিরামপুর উপজেলার নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম.এম ইমরান খান পান্না। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ??শুভ নববর্ষ ২০২০?? সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর) সংবাদটি পড়া হয়েছে ১২৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রয়েছে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ দুইজন নিহত