পাইকগাছায় ভাড়াটিয়া ব্যবসায়ীকে মারপিট করার ঘটনায় আটক: ১

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় ঘর মালিক কর্তৃক ভাড়াটিয়া ব্যবসায়ীকে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘর মালিক আমিনুরকে আটক করেছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের আক্তারুজ্জামান গোলদারের ছেলে ইমাম হাসান (২৬) চেঁচুয়া গ্রামের মৃত জহুর গাজীর ছেলে আমিনুর রহমান গাজী (৩৮) এর বোয়ালিয়া মোড়স্থ দোকান ঘর বাড়া নিয়ে দীর্ঘদিন সুনামের সহিত তেল, মবিল ও গ্যাসের ব্যবসা পরিচালনা করে আসছে।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ঘটনার দিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে আমিনুর ইমাম হাসানের দোকানে গিয়ে তাকে ঘর ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে বলে। এ সময় সে কিছুদিন সময় চাইলে তার দোকানে প্রবেশ করে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে।


এ ধরণের গালিগালাজ থেকে বিরত থাকতে বললে আমিনুর ইমামকে বেদম মারপিট করে গুরুতর আহত করে এবং দোকানের বিভিন্ন মালামাল ভাংচুর করে ক্ষতিসাধন করে। পরে লোকজন আহত ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ইমামের পিতা আক্তারুজ্জামান বাদী হয়ে আমিনুরকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং- ৪০, তাং- ২৯/১২/২০১৯ ইং। মামলার একমাত্র আসামী আমিনুরকে আটক করা হয়েছে বলে ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক