পাইকগাছায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৮:১৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আনিছুর রহমান। প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের সভাপতি, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, ম্যানেজিং কমিটির সদস্য মোমিন সরদার, এমএম আজিজুল হাকিম, মোল্লা আনিছুল হক, মাহবুব জোয়াদ্দার, দেলুটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিনয় কৃষ্ণ রায়, শিক্ষিকা কণিকা মন্ডল, নুর ইসলাম গাজী, শৈলেন্দ্রনাথ রায়, কৃষ্ণা গাজী, আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম সরদার প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!