তালায় আশার চিকিৎসা অনুদান প্রদান প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৮:১০:অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা আশা ব্র্যাঞ্চের পক্ষ থেকে নীলিমা রানী দাসকে চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কৃতবাস দাসের স্ত্রী নীলিমা রানী দাসকে সিজার/ডেলিভারী বাবদ ৩ হাজার টাকা প্রদান করা হয়। নীলিমা রানী দাস আশা’র মেঘনা মহিলা সমিতির একজন সদস্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চিকিৎসা অনুদান প্রদান করেন আশার কেন্দ্রীয় কর্মকর্তা জু,এ,ডি মোঃ এনামুল হক। এ সময় আশা’র পাটকেলঘাটা অঞ্চলের আর,এম আব্দুল মজিদ, তালা ব্র্যাঞ্চের ম্যানেজার ইন্দ্রজিত রায় এবং এফ,এল,ও মোমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স আশা সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি তালায় অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান