সাতক্ষীরা প্রেসক্লাবের ৪জানুয়ারী বার্ষিক সাধারণ সভা, ৬ফেব্রুয়ারী নির্বাচন প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ | আপডেট: ৭:৫৩:অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৪ জানুয়ারী ২০২০ বার্ষিক সাধারণ সভা ও ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৫ জানুয়ারি ২০২০ বার্ষিক পিকনিকের তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় সম্প্রতি সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিক, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাদের ব্লাকমেইলিং এর মাধ্যমে নারীকে ব্যবহার করে পর্ণোগ্রাফি তৈরীর সিন্ডিকেটে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম মনির নাম থাকায় এবং প্রেসক্লাব ও সাংবাদিকদের সুনাম মর্যাদা মারাত্মকভাবে নষ্ট হয়েছে বলে সর্বসম্মতিক্রমে অভিমত ব্যক্ত করা হয় এবং এই কারণে মনিরুল ইসলাম মনির সদস্যপদ সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী’র সঞ্চালনায় স্ব স্ব মতামত জানিয়ে বক্তব্য রাখেন, সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থসম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যনার্জি । সুন্দরবনটাইমস.কম/শা:গো: সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এলএসডি ও হিরোইনসহ সাবেক এক ইউপি সদস্য আটক পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু