সাতক্ষীরায় ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়ী আটক প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ | আপডেট: ৩:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের দলুয়া বাজারে বিক্রিকালে ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়িকে আটক করেছে র্যাব। সোমবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। আটক দুই কচ্ছপ ব্যবসায়ীরা হলেন,তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের দুখুড়িয়া গ্রামের পাচু সরকারের ছেলে হাজরাপদ সরকার (৩৮), একই ইউনিয়নের গাছা গ্রামের পদ মল্লিকের ছেলে উত্তম মল্লিক (৩৫)। দলুয়া বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু সেলিম জানান, দীর্ঘদিন ধরে হাজরা পদ সরকার ও উত্তম মল্লিক বাজারে কচ্ছপ বিক্রির ব্যবসা করে আসছিল। সোমবার সকালে কচ্ছপ বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে দুই বস্তায় থাকা কচ্ছপসহ দুইজনকে আটক করেছে র্যাব সদস্যরা। র্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা কোম্পানী অধিনায়ক মো.শাহিনুর ইসলাম জানান, ৩৪ পিস কচ্ছপসহ দুই কচ্ছপ ব্যবসায়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলার প্রস্তুতি চলছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো: কচ্ছপকচ্ছপ আটককচ্ছপসহ ব্যবসায়ী আটক সংবাদটি পড়া হয়েছে ৩০৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরার পৌরসভার ব্যাংক লেনদেন সচল রাখার দাবীতে অবরোধ কর্মসুচি তালায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোস্তফা বিশ্বাসের মৃত্যুদন্ড