তালায় পাওনা টাকা চাওয়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে জখম প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯ | আপডেট: ৬:২৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: সাতক্ষীরার তালায় পাওনা টাকা ফেরত চাওয়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে। উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত আকবার আলী মোড়ল (৬২) শ্রীমন্তকাটি গ্রামে মৃত শরুতুল্যাহ মোড়লের ছেলে। এঘটনায় শুক্রবার বিকালে তালা থানায় আকবার আলী মোড়ল একটি লিখিত অভিযোগ করেছেন। সে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, আকবার আলী মোড়লের কাছ থেকে ১০ হাজার টাকা একই এলাকার সিদ্দিক শেখের ছেলে মিন্টু শেখ (২২) ধার নেয়। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মিন্টু গংদের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার সকালে আকবার আলী মোড়লের বাড়িতে মিন্টু শেখ ও তার মা নাজমা বেগম দা,লাঠি নিয়ে অনিধিকার প্রবেশ করে আকবার আলীর মাথায় দা দিয়ে কোপ মারে ও সারা শরীরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ হয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা সংবাদটি পড়া হয়েছে ১৭৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা