কপিলমুনিতে বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৬:০২:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): কপিলমুনিতে সম্মিলিত বিজয় দিবস উদযাপন কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি ও সামাজিক সংগঠন বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে। সম্মিলীত বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বিজয় দিবসের সকাল ৭ টায় কপিলমুনি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে কপিলমুনি কলেজ, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগ দলের কপিলমুনি ও হরিঢালী শাখা, কপিলমুনি পুলিশ ফাঁড়ী, চালার সাথীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ৮টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সম্মিলীত র্যালী বের হয়। বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ৯টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ১০টায় প্রধান শিক্ষিকা ও সম্মিলীত বিজয় দিবস উদ্যাপন কমিটির আহবায়ক রহিমা আখতার শম্পার সভাপতিত্বে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার। সাড়ে ১০ টায় দেশত্ববোধক সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি সংবাদটি পড়া হয়েছে ১৮৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ