তালায় ২শ পিস ইয়াবাসহ একব্যক্তি গ্রেফতার প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার তালায় ২শ’ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী(৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের সরু মল্লিকের ছেলে। রবিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার শ্রীমন্তকাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তালা থানার এসআই প্রীতিশ কুমার রায় বলেন, মোহাম্মাদ আলী ইয়াবা নিয়ে জেঠুয়া বাজারের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শ্রীমন্তকাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতা গ্রেপ্তার তালায় ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা