নোটিশ : পাটকেলঘাটা সোনামণি কেজি এ্যান্ড প্রিপারেটরী স্কুল প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৬:১৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯ সোনামণি কেজি এ্যান্ড প্রিপারেটরী স্কুল পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা। স্থাপিত : ১৯৯৫ ইং রেজিষ্ট্রেশন নং- ০৩/০১-০৫/০৬ নোটিশ বিজয় দিবস উপলক্ষ্যে সোনামণি কিন্ডার গার্টেন এ্যান্ড প্রিপারেটরী স্কুল আগামী ২০ শে ডিসেম্ব ‘১৯ স্কুল প্রাঙ্গনে শিশুদের জন্য চিত্রাঙ্কন, ছড়া/কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করিয়াছে। অনুষ্ঠান সূচী: সকাল ৯.৩০ মিনিট : চিত্রাঙ্কন প্রতিযোগিতা (বিষয়: বাংলাদেশের স্বাধীনতা) সকাল ১১:০০ মিনিট : ক্রীড়া প্রতিযোগিতা (১) ছেলেদের দৌড় (২) মেয়েদের দৌড় (৩) ছেলেদের অংক দৌড় (৪) মেয়েদের লাফ দড়ি দুপুর ৩.৩০ মিনিট : ছড়া/কবিতা আবৃত্তি (বিষয়: বাংলাদেশ/স্বাধীনতা/দেশাত্মবোধক)। বিকাল ৪.৩০ মিনিট : পুরষ্কার বিতরণী। প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলী: ‘ক’ শাখা- ৪ থেকে ৬ বছর (৪৮ ইঞ্চি সর্বোচ্চ)। ‘খ’ শাখা- ৭ থেকে ৯ বছর (৫৪ ইঞ্চি সর্বোচ্চ)। ‘গ’ শাখা- ১০ থেকে ১১ বছর (৬০ ইঞ্চি সর্বোচ্চ)। এখানে উল্লেখ্য এই প্রতিযোগিতা শুধুমাত্র প্রাইমারী স্কুলের পড়ুয়া ছাত্র/ছাত্রীদের জন্য। যাহারা পি.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করিয়াছে তাহাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করা হইল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকল প্রতিযোগিদের রেজিষ্ট্রেশন ফরম স্কুল প্রাঙ্গণ থেকে ২০/- টাকা মূল্যে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হইল। প্রতিযোগিতার প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথক ভাবে রেজিষ্ট্রেশন করিতে হইবে। ১৮ ই ডিসেম্বর ফরম জমা দেওয়ার শেষ তারিখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য অঙ্কনের সকল প্রকার সরঞ্জাম আনিতে হইবে। সকল প্রাথমিক স্কুলের শিশুরা শর্তাবলীর আলোকে অংশগ্রহণ করিতে পারিবে। পরিচালনায়: সোনামণি কেজি এ্যান্ড প্রিপারেটরী স্কুল। বি: দ্র: প্রয়োজন বোধে অনুষ্ঠান পরিচালনা কমিটি সময় পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে। সুন্দরবনটাইমস.কম/নোটিশ/স্কুল কর্তৃপক্ষ নোটিশসোনামণি কেজি এ্যান্ড প্রিপারেটরী স্কুল সংবাদটি পড়া হয়েছে ২৭৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা ইউটোপিয়া স্কুল (Utopia School) এর ভর্তি বিজ্ঞপ্তি ডিজিটাল নিরাপত্তা আইন কি? কীভাবে নিজেদের নিরাপদ রাখবেন?