তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯ | আপডেট: ৭:৪৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯ ডেক্স রিপোর্ট: “দুর্নীতিকে করব শেষ, সবাই মিলে গড়ব সোনার দেশ” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল ৯ ডিসেম্বর (সোমবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপ-শহরে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা ও রুপালী পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ। পরে দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস উপক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি তালায় অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান