স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯ | আপডেট: ১০:৫৩:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্ত্রী সোনা বিবি (৩৫) কে কুপিয়ে হত্যার পর স্বামী মান্নান গাজী (৫০) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার গভীররাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাকুচিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালে অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। স্ত্রীর গায়ে ঘাড়ে গলায় পিটে পায়ে জখমের চিহৃ আছে। এরপর মান্নার গাজীর বাড়ির পাশে গাছে ঝুলন্ত মরহেদ উদ্ধার করা হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। সাতক্ষীরা শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রী বিরোধের কারনে এমন ঘটনা ঘটেছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শ্যামনগরে মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার শ্যামনগরে হঠাৎ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি