সাতক্ষীরা বাকশিস নির্বাচন: এনামুল ইসলাম সভাপতি, মনিরুল ইসলাম সম্পাদক প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯ | আপডেট: ১১:৪৪:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নির্বাচনে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম সভাপতি ও ভালুকা চাঁদপুর কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এবং রোবিবার সকালে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৫১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশে^রুল হক জ্যোতি এ তথ্য নিশ্চিত করে জানান,ঘোষিত ফলাফল অনুযায়ী- অধ্যক্ষ এনামুল ইসলাম সভাপতি, কামরুল ইসলাম, খলিলুর রহমান, ড. শিহাব উদ্দিন, শিব পদ গাইন ও সফিকুল ইসলাম সহ-সভাপতি, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, আরশাদ আলী যুগ্ম সম্পাদক, হারুন-উর-রশীদ ও রবীন্দ্রনাথ কর্মকার সহ-সম্পাদক, এসএম সফিউল ইসলাম কোষাধ্যক্ষ, নারায়ন চন্দ্র চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক, নাজমুল হক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, বাসু দেব সিংহ প্রচার সম্পাদক, মোহিত কুমার দাশ তথ্য ও পাঠাগার সম্পাদক, আমজাদ হোসেন গণসংযোগ সম্পাদক, ড. আব্দুল আজিজ সমাজ কল্যাণ সম্পাদক, আব্দুর রশীদ ক্রীড়া সম্পাদক, শাহিনা আক্তার বিলকিস মহিলা সম্পাদক ও সুতপা রাহা সহ-মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরা জজ কোর্টে বিশ্রামাগার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ