সাতক্ষীরায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসের র্যালী অনুষ্ঠিত প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯ | আপডেট: ৫:২০:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: “অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে শহরের সদর থানা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা অধিপ্তরের উপ-পরিচালক দেনাশিস সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন আহমেদ, জলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র সহকারি পরিচালক মো. হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শারিরীক প্রতিবন্ধী আব্দুস সেলিম। আলোচনাসভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা, অস্ত্র ও বিস্ফোরক মামলায় সাক্ষ্যগ্রহন শুরু কলারোয়ায় পরকীয়া প্রেমিকার দেখা করতে গেয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর