চুকনগর-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যান খাদে পড়ে ড্রাইভারের করুন মূত্যু প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯ | আপডেট: ৫:৫০:অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগর-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যান খাদে পড়ে ড্রাইভারের করুন মূত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বালিয়াখালি ব্রীজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আশরাফুল আলম জানায়, মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি কার্ভাড ভ্যান সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে বালিয়াখালি ব্রীজ নামক স্থানে একটি খাদে পড়ে। এ সংবাদে সকালে খাদে পড়া কার্ভাড ভ্যানটি উদ্ধার করার সময় ভিতরে ড্রাইভারকে দেখতে পান। পরে অনেক চেষ্টার পর তাকে মূত অবস্থায় উদ্ধার করা হয়। ভ্যানটি পানিতে পড়ার কারণে রাতেই পানি নিচে পড়ে তিনি মারা যান (ধারণা মতে)। নিহত কার্ভাড ভ্যান চালক খুলনার বড় বয়রার (কেএমপি) মৃত মহব্বত আলীর পুত্র আব্দুল কাদের (৫৫)। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা ছিল। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি