পাটকেলঘাটায় বাদীর বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৭:১৪:অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

রিপন হোসাইন:
পাটকেলঘাটায় এবার বাদীর বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে নির্মাণকৃত সীমানা প্রাচীর ভাংচুর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ও জীবননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা গেছে, থানার কুমিরা গ্রামের মেহের আলি মোড়লের পুত্র আরিকুল ইসলাম একই গ্রামে মধুসূদন মিত্রের স্ত্রী রেপতি মিত্র’র নিকট থেকে কুমিরা মৌজাধীন এসএ ৭৪২ খতিয়ানে ৪০৯৪ দাগ হতে চলতি বছরের ২৩শে মে ১৫২২ এবং ১১জুলাই ২২৭৭ নং দলিলে ৪শতক জমি খরিদ করেন। এরপর স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যস্থতায় সার্ভেয়ার দ্বারা মাপ জরিপের পর শান্তিপূর্নভাবে বসতঘরসহ যাতায়াতের রাস্তা নির্মাণ কাজ করছিলেন।

এরই মধ্যে জমি বিক্রেতা একই গ্রামের মৃত অমরেন্দ্র নাথ দত্ত’র পুত্র কুমিরা ইউনিয়ন পরিষদের দফাদার মনোরজ্ঞন দত্ত উদ্দেশ্য প্রনোদিতভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে। ব্যার্থ হয়ে গত ১২ নভেম্বর জমির ক্রেতা আরিকুল ইসলামসহ ৩জনকে বিবাদী করে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে কার্যবিধির ১৪৫ ধারা মতে একটি পিটিশন মামলা দাখিল করেন। যার নং ১২৯০/১৯ (পাট:) আদালতে নির্দেশনা পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন।

এ সুযোগে ঐ সুচতর বাদী ও তার স্ত্রী চায়না দত্ত গত ২৯নভেম্বর দুপুরের দিকে নির্মানকৃত প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে বিবাদী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে নোটিশ প্রদান কারী পুলিশ কর্মকর্তাকে অবহিত করেন।

এ ব্যাপারে প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়ার বিষয়টি দফাদার মনোরজ্ঞন দত্ত’র কাছে জানতে চাইলে সত্যতা স্বীকার করে ভুল হয়েছে বলে জানান।

নোটিশ প্রদানকারী পুলিশ কর্মকর্তা এএসআই অনুপম বিশ্বাস বিষয়টি জানেন না বলে জানান।

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: রিপন হোসেন/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক