দলিত’র উদ্যোগে বাল্য বিবাহ রোধে সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৮:২৯:অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯ এম,এ,মান্নান, তালা: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির নারী ও পুরুষদের অংশগ্রহনে বাল্য বিবাহ রোধকল্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র অর্থায়নে, বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার শিক্ষা প্রকল্পের আওতায় উক্ত সভা আয়োজন করা হয়। শনিবার সকালে কশিমনগর দলিত স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শৈলন্দ্র নাথ দাশ। প্রধান অতিথির বক্তৃতা করেন, দলিত’র প্রোগ্রাম অফিসার নেপাল চন্দ্র দাশ। একইদিন নাসিরপুর দলিত স্কুলে অুষ্ঠিত অনুরুপ সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন, নয়ন বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষক পরিমল দাশ, শ্যামলী দাশ, নিখিল দাশ ও জগন্নাথ দাশ প্রমুখ । এসময় সংশ্লিষ্ট দু’টি এলাকার অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং বাল্য বিবাহ’র কূফল সম্পর্কে আলোচনা করা হয়। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের