পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ১০:২৮:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ সভাপতি অশোক : সম্পাদক ইকবাল নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবু সালেহ মোঃ ইকবাল মোরগ প্রতীকে ২শ’ ৩৫ ভোট, সহ-সভাপতি পদে জগন্নাথ দেবনাথ আনারস প্রতীকে ২শ’ ২৫, কোষাধ্যক্ষ পদে নারায়ন চন্দ্র দেবনাথ ঘুড়ি প্রতীকে ২শ’ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সভাপতি অশোক কুমার ঘোষ, সদস্য বিল্লাল হোসেন বিশ্বাস ও সঞ্জীত কুমার ঘোষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনে ৪শ’ ৪৮জন ভোটারের মধ্যে ৩শ’ ৯৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্রতিকূল আবহাওয়ায়ও পাইকগাছায় কাঁঠালের উৎপাদন ভাল পাইকগাছা গাঁজা গাছ সহ আটক- ১