সাতক্ষীরার তালায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯ | আপডেট: ১:৫১:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। মরিয়ম খাতুন ঘোনা গ্রামের শেখ ইমান হোসেনের মেয়ে। শিশুটির চাচা আজগর হোসেন জানান, মরিয়ম সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির পাশে একটি পুকুরে অসাবধানবশতঃ সে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেদেহী রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা পানিতে ডুবে শিশুর মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস? আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল- এর ৫৭তম জন্মদিন