তালায় সুনাম কমিটির অ্যাডভোকেসী ও লবি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯ | আপডেট: ৮:১৬:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

এমএ মান্নান, তালা:
তালায় নাগরিক অধিকার ও মর্যাদা(সুনাম)কমিটির অ্যাডভোকেসী,লবি ও মাসিক সভা অনুষ্টিত হয়েছে ।
গতকাল(সোমবার) বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সুনাম কমিটির আয়োজনে
উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সাথে অ্যাডভোকেসী ও লবি সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা সুনাম কমিটির পক্ষ ফুলেল শুভেচ্ছা প্রদান সহ কমিটির কার্যক্রম সর্ম্পকে অবহিত করা হয় ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

্এ সময় উপস্থিত ছিলেন স্বদেশ এনজিও পরিচালক ও শারি সংস্থার জেলা মিডিয়া সমন্বয়কারী মাধব দত্ত, মহিলা পরিষদ সাতক্ষীরার জোৎন্সা দত্ত,শারি সংস্থার এ্যাডভোকেসী অফিসার শান্তুানু কুমার দাশ,উপজেলা কমিটির সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু,সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক জহর হাসান সাগর,সদস্য ইলিয়াস হোসেন,শিহাব সরদার,ফয়সাল হোসেন,মৌ হাসান,পবিত্র বিশ্বাস,ইমরান হোসেন রিপন প্রমুখ। আলোচনা সভায় আগামী মাসের সংখ্যালঘু দিবস যথাযথ মর্যাদায় পালন করার সিধান্ত গৃহিত হয়।

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক