চুকনগরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারী জায়গার মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৫:৪৫:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়াই রাস্তার পাশে সরকারী জায়গায় রোপন করা মেহগনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে গাছ কাটা বন্দ করে দেয়া হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা যায়, শহরের পশ্চিম প্রান্তে চুকনগর মডেল মহিলা কলেজে যাওয়ার পথে রাস্তার পাশে লাগানো কয়েকটি মেহগনি গাছ। কিন্তু রবিবার সকালে কেশবপুর উপজেলার বুড়–লিয়া গ্রামের মোস্তফা নামে এক ব্যক্তি কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়াই লোকজন নিয়ে গাছ কাটা শুরু করেন। সংবাদে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জীব দাস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়ের নির্দেশে তৎক্ষনাৎ গাছ কাটা কাজ বন্দ করে দেয়া হয়। এব্যাপাওে চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায় বলেন, রাস্তার পাশের লাগানো মেহগনি গাছ গুলো কর্তৃপক্ষের অনুমতি বা রশিদ ছাড়াই কেটে নেয়ার পায়তারা করছিল মোস্তফা নামে এক ব্যক্তি। এ সংবাদে আমরা গাছ কাটা বন্দ করে দিয়েছি। মোস্তফা সরদার বলেন, আমার সীমানায় লাগানো গাছ গুলো আমি কেটে নিচ্ছি। এ জন্য কারোর অনুমতির প্রয়োজন মনে করি না। তবে কাজ যেহেতু বন্দ করে দেয়া হয়েছে সেহেতু জমি মেপে তারপর সিদ্ধান্ত নিব। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জীব দাস বলেন, রাস্তার পাশে লাগানো গাছ গুলো কাটার সংবাদ শুনে ইউনিয়ন তহসিলদারকে দিয়ে কাজ বন্দ করে দেয়া হয়েছে এবং উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক