ডুমুরিয়ায় ১৫দিনব্যাপি আইসিটি প্রশিক্ষণ শেষে আলোচনা ও সনদ বিতরণ প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ | আপডেট: ৪:৩১:অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন’ এর পরিচালনায় ১৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবসে আলোচনা সভা ও শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ২টায় ডুমুরিয়া ইউটিটিআরসিই ভবনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি প্রোগ্রামার আবু হুরায়রা। সনদ বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বলেন,১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি, দক্ষতা ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে ছড়িয়ে দিতে পারলে তারা দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠবে। এ ধরনের প্রশিক্ষণ সারাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এইস এমপিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রশিক্ষক শেখ মোশারফ হোসেন, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রশিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, ডুমুরিয়া কলেজের প্রভাষক ও প্রশিক্ষক সব্যসাচী বৈরাগী, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহকারি সুপারিনটেনডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল। প্রশিক্ষণে আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহকারি সুপারিনটেনডেন্ট ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জী প্রথম, সুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আতাউল্লাহ ২য় এবং তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুর রহমান ৩য় স্থান অধিকার করেন। প্রশিক্ষণে খুলনা, ডুমুরিয়া ও বটিয়াঘাটার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা