উদ্দীপনের তালা শাখা অফিস উদ্ধোধন প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ | আপডেট: ৮:৫২:অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: বে-সরকারী সংস্থা উদ্দীপনের সাতক্ষীরার তালা শাখা অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে তালা মেলা বাজারে উদ্দীপনের তালা শাখা কার্যালয়ে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপনের এমেরিটাস চেয়ারম্যান মোঃ শহীদ হোসেন তালুকদার। উদ্দীপনের জোনাল শাখা ব্যবস্থাপক মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উদ্দীপনের নির্বাহী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান,শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, আঞ্চলিক অফিস ব্যবস্থাপক আবুল বাসার,তালা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি তালা শাখা অফিসের মাধ্যমে ঋন বিতরণ করে শাখা অফিসের কার্যক্রমের শুভ উদ্ধাধন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্দীপনের আঞ্চলিক অফিস ব্যবস্থাপক কাইয়ুম হোসেন । সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা উদ্দীপনের তালা শাখা অফিস উদ্ধোধন সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি তালায় অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান