সাতক্ষীরার সকল রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ১০:৪৫:পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত সাতক্ষীরার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারন যাত্রীরা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সোমবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মত ।
পরিবহন শ্রমিক নেতাদের দাবি,আইন সংশোধনের পর এটি বাস্তবায়ন করা হোক। এটা না করা পর্যন্ত আমাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে হঠ্যাৎ করেই সাতক্ষীরার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। তারা অতিরিক্ত ভাড়া দিয়ে নছিমন, করিমন ও ইজিবাইক যোগে গন্তব্য স্থলে পৌছানোর চেষ্টা করছেন।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছে। তারা চান, আগে এটি সংশোধন করা হোক। এরপর এটি বাস্তবায়ন করা হোক। তিনি আরো জানান, শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিলে এতে মালিক পক্ষের তো কিছুই করার থাকেনা।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক