ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে সিএনজি ভর্তি ইলিশসহ আটক-১ প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ১২:৪৩:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: ভারতে পাচারের সময় সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে সিএনজি ভর্তি ইলিশসহ আল আমিন (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার রাত ১০ টার সময় ভোমরা সীমান্তের ভোমরা বাজারের পাঁকা রাস্তা উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটক আল আমিন সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সাতক্ষীরার ভোমরা বিজিবির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমান জানান,চোরাকারবারিরা ভারতে ইলিশ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সিএনজি ভর্তি ১১৫ কেজি ইলিশ ও আল আমিনকে আটক করা হয়। মাছসহ সিএনজির আনুমানিক মুল্যে প্রায় সাত লাখ টাকা। আটককৃতের সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা ইলিশ আটকভারতে পাচারের সময় আটকভোমরা স্থলবন্দরে ইলিশ আটক সংবাদটি পড়া হয়েছে ২৪৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এলএসডি ও হিরোইনসহ সাবেক এক ইউপি সদস্য আটক পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু