পাটকেলঘাটায় লবন মজুত বিরোধী অভিযানে ৯জনকে জরিমানা: ১জনকে জেল প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ১০:৫২:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে লবন মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯জনকে সর্বমোট ৪৮০০০ টাকা জরিমানা করেন ও একজনকে(ক্রেতা) ১০দিনের জেল প্রদান করেন। সূত্র জানায়, পাটকেলঘাটা বাজার সহ পার্শবর্তী বাজারে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে ব্যবসায়ী ও ক্রেতাদের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(১৯ নভেম্বর) সন্ধ্যায় তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম ও থানা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়। লবণের কেজি ২০০ টাকা হবে-এমন গুজব হঠাৎ করেই ছড়িয়ে পড়ে পাটকেলঘাটা সহ বিভিন্ন বাজারে। সোমবার(১৮ নভেম্বর) থেকে একই গুজব দেশের বিভিন্ন স্থানেও ছড়ায়। গুজবের কারণে লবণ কিনতে ভিড় করে পাটকেলঘাটার সাধারণ মানুষ। মূহুর্তের মধ্যে ৩০ টাকা কেজির লবণ ১০০, ১৫০, ২০০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। পরে খবর পয়ে তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খন্দকার রবিউল ইসলাম পাটকেলঘাটা বাজারে অভিযান পরিচালনা করেন। লবণের দাম বৃদ্ধি নিয়ে এসব গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। এদিকে গুজবে কান না দিতে পাটকেলঘাটা বাজারে সন্ধ্যার পর মাইকিং করে জনসাধারনকে সচেতন করা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত, আহত দুই পাটকেলঘাটায় রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী