চুকনগরে আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ | আপডেট: ১১:০০:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরের আটলিয়া ইউনিয়নের ৩নং মালতিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জেল হোসেন মোড়লের উপর ১৭নভেম্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালতিয়া গাজী ইয়াসিন মৎস্য আড়ৎ প্রাঙ্গনে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন। বক্তব্য রাখেন মাষ্টার সুকুমার রঞ্জন কুন্ডু, নজরুল ইসলাম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, নাজির হোসেন, জাকির হোসেন মিল্টন, সরদার ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, কেএম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, এসএম কামাল হোসেন, সুমন হালদার, অলিয়ার রহমান, হাবিবুর রহমান, লেওকাত হোসেন, মনিরুজ্জামান রাজু, সিরাজুল ইসলাম গাজী, হাবিবুর শেখ, শাহারিয়ার শাকিব, আহম্মেদ রনি, শাহারিয়ার হোসেন রিয়াদ, ইয়াসিন হোসেন প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি