চুকনগরে নদী খননের কাজ বন্দ করে দেয়ার অভিযোগ প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ | আপডেট: ৭:২১:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে এক ব্যক্তির বিরুদ্ধেনদী খনন কাজ বন্দ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নদী খনন কর্তৃপক্ষ স্কেভেটর পার করতে না পারায় খনন কাজ বন্দ হওয়ার উপক্রম প্রায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে মেসার্স খন্দকার শাহিন আহম্মেদ এবং তাজয়ার ট্রেড সিস্টেমস লিঃ (জেতি) যশোর ও মনিরামপুর উপজেলার আপার ভদ্রা নদী, হরি নদী, বুড়ি ভদ্রা নদী ও তার পাশ্ববর্তী খাল গুলির জলাবন্ধতা দূরীকরণ প্রকল্পে নদী খননের কাজ শুরু করে। যার কাজের ধরণ টপ টু টপ-৩৬মিটার, নদীর তলা-২০মিটার ও খননের গড় গভীরতা-৩.৩০মিটার। কর্তৃপক্ষ নদী খননের পূর্বেই সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙিয়ে নদী খনন কাজ শুরু করেন। কিন্তু ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের বুড়–লিয়া ব্রীজের মাথায় স্কেভেটর লাগানো মাত্রই ঐ গ্রামের বাবর আলী সরদারের পুত্র নিছার উদ্দীন সরদার খননকৃত জায়গাটি নিজের সম্পত্তি দাবি করে কাজ বন্দ করে দেন। বর্তমানে স্কেভেটর পার করতে না পারায় খনন কাজ বন্দ হওয়ার উপক্রম প্রায়। এব্যাপারে নদী খনন কাজের কর্মকর্তা মোঃ সুমন শেখ ও শ্যামপদ মন্ডল বলেন, আমরা বুড়ুলিয়া ব্রীজের মাথায় স্কেভেটর লাগানো মাত্রই নিছার সরদার নামে এক ব্যক্তি কাজ বন্দ করে দিয়েছে। বর্তমানে ঐ স্থানে কাজ করলে মামলার হুমকী ধামকীসহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। এব্যাপারে নিছার উদ্দীন বলেন, আমার সম্পত্তি কেটে নদী খনন করার কারণে আমি কাজ করতে নিষেধ করেছি। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। জানালে আমি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি পড়া হয়েছে ২২০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা