পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯ | আপডেট: ৯:১৬:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ভিত্তিক বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত (খ) গ্রুপের প্রতিযোগিতায় বিজয় ফুল তৈরীতে ৬ষ্ঠ শ্রেণির হুমায়রা সুলতানা, কবিতা আবৃত্তিতে সমীহা প্রসাদ দত্ত, চিত্রাংকনে অরিন হাবিব, একক অভিনয়ে সমীহা প্রসাদ দত্ত, দেশত্ববোধক (দলীয়) গানে নিপুনিকা গোলদার, শেফালী মজুমদার, প্রার্থনা মন্ডল, রতœা বাছাড় কনা, প্রিয়তা সরদার, ফাতেমা তুজ জোহরা, জাতীয় সংগীত (দলীয়) ৭ম শ্রেণির সাদিয়া আফরিন, মৃদুলা মন্ডল, চৈতি মন্ডল, চিত্রা ঘোষ, সপ্তপর্নী ঢালী ও শ্রেয়শী সরকার, (গ) গ্রুপের বিজয় ফুল তৈরীতে ৯ম শ্রেণির নির্বাচিতা ভদ্র, কবিতা আবৃত্তিতে মোনালিসা আহমেদ, চিত্রাংকনে নির্বাচিতা ভদ্র, জাতীয় সংগীত (দলীয়) অর্থী অধিকারী, মুশফিকা জান্নাত মৌসি, অর্পিতা পাল, শ্রেয়া দাশ, ঐশ্বর্য মন্ডল ও তনুযা মন্ডল বিজয়ী হয়। প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, মোঃ ফজলুল আজম, নূরে আলম সিদ্দিকী, মৃণাল কান্তি রায়, প্রণব কুমার বিশ্বাস, রোকনুজ্জামান, প্রদেশ কুমার মল্লিক, মেরিনা রহমান। স্কুল পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা আগামী ৩১ অক্টোবর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা বিজয় ফুল প্রতিযোগিতা সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্রতিকূল আবহাওয়ায়ও পাইকগাছায় কাঁঠালের উৎপাদন ভাল পাইকগাছা গাঁজা গাছ সহ আটক- ১