অবশেষে পাটকেলঘাটার রোকেয়া বেগম পেলেন বয়ষ্ক ভাতার কার্ড প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯ ডেক্স রিপোর্ট: সরকারী সাহায্য সহযোগিতায় অবশেষে রোকেয়া বেগম পেলেন বয়ষ্ক ভাতার কার্ড। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের নির্দেশে তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খন্দকার রবিউল ইসলাম সোমবার(২৮ অক্টোবর) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বাইগুনী গ্রামের রোকেয়া বেগমের হাতে বয়স্কভাতার কার্ডটি তুলে দেন। গত কয়েকদিন পূর্বে রোকেয়া বেগমের অসহায়ত্বের সংবাদ পত্র-পত্রিকায় প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে জরুরীভাবে রোকেয়া বেগমকে সরকারি সহায়তা দেয়ার ব্যাবস্থা করেন। সোমবার দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম অসহায় বিধবা রোকেয়া বেগমের বাড়িতে যান। তার হাতে তিনি নিজ হাতে তুলে দেন বয়ষ্ক ভাতার কার্ড এবং সরকারি অনুদানের ঘর দেওয়ার জন্য জমির কাগজপত্র দেখেন। হতদরিদ্র রোকেয়া বেগম বয়ষ্ক ভাতার কার্ডটি পেয়ে খুব খুশি হয়েছেন। যাহা দিয়ে তিনি বেঁচে থাকার স্বপ্ন দেখবেন বলে জানান। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা বয়ষ্ক ভাতার কার্ড সংবাদটি পড়া হয়েছে ১৬৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পাটকেলঘাটায় ধানবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১৫