চুকনগরে ভাতা দেয়ার কথা বলে প্রতারণ চক্র গ্রামে গ্রামে,কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯ | আপডেট: ৫:৫৩:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে প্রতিবন্ধীদের ভাতার কার্ড করে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে এক প্রতারক চক্র। গত কয়েক দিন ধরে তারা চুকনগর এলাকার গ্রামে গ্রামে গিয়ে অসহায় প্রতিবন্ধীদের তালিকা প্রনয়ণের নামে এ টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতিবন্ধীদের হাতে তুলে দেয়া পূরণকৃত ফরম সূত্রে জানাযায়, গত ২১অক্টোবর রোস্তমপুর গ্রামে গিয়ে খাদিজা বেগম, আনোয়ারা বেগম, আলী শেখ নামে ব্যক্তিদের বাড়িতে গিয়ে জন্মগত প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ও দূর্ঘটনায় কবলিত প্রতিবন্ধীদের ভাতা দেয়ার জন্য কার্ড করে দেয়া হবে এই মর্মে একটি ফ্রম পূরনের জন্য ১হাজার টাকা থেকে শুরু করে ৩হাজার টাকা নেয়া হয়েছে। সে ফ্রমটি পূরণ করা হয়েছে তাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিঃ নং- ২০৮৬৫১। বিদেশী সংস্থা সৌদি আরব সিসিডিবি অনুদানের তালিকা বাংলাদেশ প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের জন্য যার সিরিয়াল নং দেয়া হয়েছে ১৯৮৭। আদায়কারীর সাক্ষর এসএম বাবুল। ফ্রম পূরণ করে টাকা নেয়ার পর বলা হয়েছে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে আসলে আপনাদেরকে ১২হাজার দেয়া হবে। বৃহস্পতিবার খাদিজা বেগম নামে মহিলা আটলিয়া ইউনিয়ন পরিষদে এসে কর্তৃপক্ষকে খুঁজে না পেয়ে বিষয়টি খুলে বলার পর নিম্মে উল্লেখিত মোবাইল নম্বরে বার বার যোগাযোগ করা হলেও উক্ত মোবাইল নম্বর বন্দ পাওয়া যায়। এসময় দরিদ্র মহিলা এক হাজার টাকা হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায় বলেন, এই প্রতারক চক্রের কোন সদস্যকে কোথাও দেখলে সাথে সাথে তার কাছে মোবাইল করার জন্য অনুরোধ করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক